তুমি ভাগোয়া ধরলে একতারা হব
তুমি ভাগোয়া ধরলে একতারা হব
কৃষ্ণ চাইলে বাঁশি,
গীতবিতানের দিব্যি তোমায়
ভীষন ভালোবাসি ..
গীতবিতানের দিব্যি তোমায়
ভীষন ভালোবাসি,
তুমি ভাগোয়া ধরলে একতারা হব।
সন্ধ্যাবেলা বাড়ি ফিরলে
পা ধোয়ার জল,
বন্ধু মহলে তর্ক হলে যুক্তি অর্নগল,
বিদেশ ঘোরা পাখি চাইলে
পরিযায়ী হব আমি,
সাঁতরাগাছি চিলকা যাব
ডানায় পাগলামি,
রাতের খোলা চাঁদ চাইলে ..
আমি চাঁদ চাঁদচতুর্দশী,
গীতানের দিব্যি তোমায়
ভীষন ভালোবাসি,
তুমি ভাগোয়া ধরলে একতারা হবো।
হিমু চাইলে হুমায়ুন হব
নিজেকে চাইলে আরশি,
আমি তোমার মীরা
সনাতন দেবদাসী,
হিমু চাইলে হুমায়ুন হব
নিজেকে চাইলে আরশি,
আমি তোমার মীরা
সনাতন দেবদাসী,
জ্বরের সময় চুমু হয়ে
কপালে নেমে আসি ..
গীতানের দিব্যি তোমায়
ভীষন ভালোবাসি,
গীতানের দিব্যি তোমায়
ভীষন ভালোবাসি,
তুমি ভাগোয়া ধরলে একতারা হবো
কৃষ্ণ চাইলে বাঁশি,
গীতবিতানের দিব্যি তোমায়
ভীষন ভালোবাসি,
গীতবিতানের দিব্যি তোমায়
ভীষন ভালোবাসি,
তুমি ভাগোয়া ধরলে একতারা হব।