Arijit Singh
Yo Yo Honey Singh
Amitabh Bhattacharya
Geetabitaner Dibbi Lyrics (গীতবিতানের দিব্যি) Kolkata Chalantika | Pritha Lyrics - Pritha Chatterjee

Collection Pritha Chatterjee

Geetabitaner Dibbi Lyrics (গীতবিতানের দিব্যি) Kolkata Chalantika | Pritha Lyrics

 Lyrics Forest   801


Geetabitaner Dibbi Lyrics (গীতবিতানের দিব্যি) Kolkata Chalantika | Pritha lyrics (Primary language)

তুমি ভাগোয়া ধরলে একতারা হব

তুমি ভাগোয়া ধরলে একতারা হব

কৃষ্ণ চাইলে বাঁশি,

গীতবিতানের দিব্যি তোমায়

ভীষন ভালোবাসি ..

গীতবিতানের দিব্যি তোমায়

ভীষন ভালোবাসি,

তুমি ভাগোয়া ধরলে একতারা হব। 


সন্ধ্যাবেলা বাড়ি ফিরলে

পা ধোয়ার জল,

বন্ধু মহলে তর্ক হলে যুক্তি অর্নগল,

বিদেশ ঘোরা পাখি চাইলে

পরিযায়ী হব আমি,

সাঁতরাগাছি চিলকা যাব

ডানায় পাগলামি,

রাতের খোলা চাঁদ চাইলে ..

আমি চাঁদ চাঁদচতুর্দশী,

গীতানের দিব্যি তোমায়  

ভীষন ভালোবাসি,

তুমি ভাগোয়া ধরলে একতারা হবো। 

হিমু চাইলে হুমায়ুন হব

নিজেকে চাইলে আরশি,

আমি তোমার মীরা 

সনাতন দেবদাসী,

হিমু চাইলে হুমায়ুন হব

নিজেকে চাইলে আরশি,

আমি তোমার মীরা 

সনাতন দেবদাসী,

জ্বরের সময় চুমু হয়ে

কপালে নেমে আসি ..

গীতানের দিব্যি তোমায়  

ভীষন ভালোবাসি,

গীতানের দিব্যি তোমায়  

ভীষন ভালোবাসি,

তুমি ভাগোয়া ধরলে একতারা হবো

কৃষ্ণ চাইলে বাঁশি,

গীতবিতানের দিব্যি তোমায়

ভীষন ভালোবাসি,

গীতবিতানের দিব্যি তোমায়

ভীষন ভালোবাসি,

তুমি ভাগোয়া ধরলে একতারা হব। 

Geetabitaner Dibbi Lyrics (গীতবিতানের দিব্যি) Kolkata Chalantika | Pritha lyrics in English

Tumi bhagowa dhorle Ektara hobo

Krishno chaile banshi

Gitabitaner dibbi tomay

Bhishon bhalobashi


Sandhya bela bari firle

Pa dhoyar jol

Bondhu mohole torko hole

Jukti anorgol

Bidesh ghora Pakhi chaile 

porijayi hobo ami

Satragachi chilka jabo

Daanay paglami

Raater khola chand chaile

Ami chand chaturdoshi

Gitobitaner dibbi tomay

Vishon Valobashi


Himu chaile humayun hobo

Nijeke chaile arshi

Ami tomar meera Sanatan debdasi

jwar er somoy Chumu hoye

kopale neme ashi

Gitabitan er dibbi tomay

Vishon Valobasi